ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

বিসিবিতে দুদকের হানা, অভিযান শেষে যা জানা গেল

২০২৫ এপ্রিল ১৫ ১৪:০৯:৫০
বিসিবিতে দুদকের হানা, অভিযান শেষে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় মিরপুরে বিসিবির কার্যালয়ে দুদকের ঢাকা অফিসের তিন সদস্যের একটি বিশেষ টিম অভিযান শুরু করে।

অভিযানের পর এক প্রেস ব্রিফিংয়ে দুদকের কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, বিসিবির বিভিন্ন ক্রিকেট লীগের বাছাই প্রক্রিয়া, অবৈধ অর্থসহ নানা দুর্নীতি এবং অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। তিনি বলেন, "আমরা এখানে সুনির্দিষ্ট কিছু অভিযোগ পেয়েছি। এর মধ্যে অন্যতম ছিল ২০২৩ সালের থার্ড ডিভিশন কোয়ালিফাইং টিম সিলেকশন।"

তাছাড়া, একটি সুনির্দিষ্ট অভিযোগ ছিল ফি নির্ধারণের বিষয়ে। তিনি জানান, আগে ৫ লাখ টাকা ফি ছিল, যার কারণে শুধুমাত্র ২-৩টি দল আবেদন করত। কিন্তু গত বছর এক লাখ টাকা ফি নির্ধারণ করার পর ৬০টি দল আবেদন করেছে। দুদক এই বিষয়গুলো যাচাই-বাছাই করবে।

আরেকটি অভিযোগ ছিল বিপিএলের টিকিট বিক্রির বিষয়ে। ৩য় থেকে ১০ম আসরের মধ্যে বিপিএল থেকে মোট ১৫ কোটি টাকা আয় দেখানো হয়েছিল। তবে এবারের ১১তম আসরে বিসিবি নিজে টিকিট বিক্রি করার পর ১৩ কোটি টাকা আয় হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এভাবে দুদক বিসিবির নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান চালাবে এবং ডকুমেন্ট যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মুসআব/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে