ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শিক্ষকদের জন্য সুখবর

২০২৫ এপ্রিল ১৮ ১১:৪৫:১৮
শিক্ষকদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য এসেছে বড় সুখবর। একই বিভাগের মধ্যে এক জেলা থেকে আরেক জেলায় বদলির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে শুরু হওয়া এ আবেদন চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক অফিস আদেশে জানানো হয়েছে, বদলির পুরো প্রক্রিয়া নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৯ এপ্রিলের মধ্যে শেষ হবে। আবেদন যাচাই-বাছাই, উপজেলা ও জেলা পর্যায়ে অনুমোদন এবং সিস্টেম-নির্ভর মনোনয়নের মাধ্যমে বদলির আদেশ কার্যকর করা হবে।

শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয়ের পছন্দক্রম দিতে পারবেন। একাধিক পছন্দ না থাকলে একটি বা দুটি বিদ্যালয়ও বেছে নেওয়া যাবে। তবে একবার আদেশ জারি হলে তা বাতিলযোগ্য নয়।

এই সময়সূচি ও নির্দেশনা মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে