ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
Sharenews24

ভিসা অফিসারের মাত্র ৩ প্রশ্নেই ধরা খেলেন ভারতীয়

২০২৫ এপ্রিল ১৮ ১৪:০৭:৫১
ভিসা অফিসারের মাত্র ৩ প্রশ্নেই ধরা খেলেন ভারতীয়

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে ভ্রমণের উদ্দেশ্যে বি১/বি২ ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছিলেন ভারতের এক নাগরিক। ফ্লোরিডায় দুই সপ্তাহের ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তার। কিন্তু ভিসা অফিসারের মাত্র ৩টি প্রশ্নের উত্তরের পর, মাত্র ৪০ সেকেন্ডেই তার ভিসা আবেদন ২১৪(বি) ধারায় বাতিল করা হয়।

ঘটনাটি সামাজিক মাধ্যম Reddit-এ শেয়ার করে ওই আবেদনকারী জানান, তিনি ডিজনি ওয়ার্ল্ড এবং ইউনিভার্সাল স্টুডিও ঘুরে দেখার ইচ্ছা নিয়ে যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন। তবে সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়—

১. “আপনি কেন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চান?”,

২. “আপনি কি এর আগে কখনও ভারতের বাইরে গেছেন?”,

৩. “যুক্তরাষ্ট্রে কি আপনার বন্ধু বা পরিবারের কেউ আছেন?”

জবাবে তিনি বলেন, “আমি আগে ভারতের বাইরে যাইনি, তবে ফ্লোরিডায় আমার গার্লফ্রেন্ড থাকেন এবং তার সঙ্গে দেখা করতে চাই।” এরপরই তাকে ভিসা প্রত্যাখ্যানের চিঠি ধরিয়ে দেওয়া হয়।

রেডিটে অনেকেই এই অভিজ্ঞতাকে “বোধগম্য কিন্তু দুঃখজনক” বলে মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “যদিও আপনার স্থিতিশীল চাকরি আছে, কিন্তু বিদেশে ভ্রমণের কোনো রেকর্ড নেই এবং যুক্তরাষ্ট্রে গার্লফ্রেন্ড থাকার বিষয়টি আপনার আবেদনকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এতে দেখা যাচ্ছে যে আপনি দেশে ফিরবেন এমন আশ্বাস কম।”

যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে ২১৪(বি) ধারা অনুযায়ী, আবেদনকারী যদি তার নিজ দেশে ‘প্রবল সামাজিক ও অর্থনৈতিক বন্ধন’ প্রমাণে ব্যর্থ হন, তবে ভিসা প্রত্যাখ্যান করা হয়। সাধারণত, পরিবার, চাকরি, সম্পত্তি ইত্যাদি বিষয় বিবেচনা করা হয় এই ‘বন্ধন’ যাচাইয়ে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভ্রমণের উদ্দেশ্য পরিষ্কারভাবে ব্যাখ্যা না করতে পারলে কিংবা অতীত ভ্রমণের রেকর্ড না থাকলে ভিসা পেতে সমস্যা হয়। অনেকেই পরামর্শ দিয়েছেন, “গার্লফ্রেন্ড” শব্দ ব্যবহার না করে “বন্ধু” বলা ভালো হতো। আবার কেউ কেউ বলেছেন, প্রথমে এশিয়া বা ইউরোপের একাধিক দেশে ভ্রমণ করে একটা আন্তর্জাতিক রেকর্ড গড়ে তোলা উচিত।

এই ঘটনাটি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ভিসা ইন্টারভিউতে প্রার্থী কতটুকু প্রস্তুত, কীভাবে নিজেকে উপস্থাপন করেন—তা কতটা গুরুত্বপূর্ণ।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে