ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আমেরিকার ভিসা নিয়ে দুঃসংবাদ

২০২৫ এপ্রিল ১৮ ১১:৩৫:২৫
আমেরিকার ভিসা নিয়ে দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: গাজা উপত্যকায় ২০০৭ সালের পর সফরকারীদের জন্য মার্কিন ভিসা পেতে নতুন বাধা দাঁড় করিয়েছে ট্রাম্প প্রশাসন। এখন থেকে গাজায় ভ্রমণ করা অভিবাসী ও অনাবাসী—সব ধরনের ভিসা আবেদনকারীদের জন্য সোশ্যাল মিডিয়া যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক অভ্যন্তরীণ কেবলের বরাতে রয়টার্স জানিয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগ থাকলে এসব আবেদনকারীর ব্যাপারে ‘নিরাপত্তা পরামর্শ মতামত’ (SAO) নিতে হবে।

এই নির্দেশনা বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটকে পাঠানো হয়েছে। এতে কূটনীতিক বা এনজিও কর্মীরাও বাদ যাচ্ছেন না।

ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে অনেকেই যুক্তরাষ্ট্রের সংবিধানিক বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন। ইতিমধ্যে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলবিরোধী অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ভিসা বাতিলের অভিযোগ উঠেছে। প্রশাসনের দাবি, এসব কার্যক্রম মার্কিন পররাষ্ট্রনীতির জন্য হুমকি।

মার্কিন কর্মকর্তারা বলছেন, দেশের নিরাপত্তার স্বার্থে আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ায় আরও কঠোর নজরদারি চালানো হচ্ছে এবং নিয়মিত পর্যবেক্ষণও চলবে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে