ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Sharenews24

ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এই দুটি ফেসপ্যাক

২০২৫ এপ্রিল ১৮ ১৪:১৮:০৮
ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এই দুটি ফেসপ্যাক

নিজস্ব প্রতিবেদক: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেকেই ব্যস্ত হয়ে পড়েন দামি ও রাসায়নিক প্রসাধনী ব্যবহারে। তবে ঘরোয়া কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে খুব সহজেই পাওয়া যেতে পারে মসৃণ ও উজ্জ্বল ত্বক। বিশেষ করে ভেষজ উপাদান হলুদ ব্যবহার করে বানানো দুটি বিশেষ ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায়।

ফেসপ্যাক ১: হলুদের সঙ্গে দুধ ও মধুর ফেসপ্যাক

এই ফেসপ্যাকটি শুষ্ক ত্বকের জন্য অত্যন্ত কার্যকর। হলুদে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করে। দুধ ত্বকের প্রয়োজনীয় পুষ্টি যোগায় এবং দাগছোপ হালকা করে। অপরদিকে, মধু ত্বকে আর্দ্রতা বজায় রাখে।

ব্যবহারবিধি:

এক চিমটি হলুদ গুঁড়া, এক চামচ দুধ এবং এক চামচ মধু একসঙ্গে ভালো করে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। সেটি মুখে লাগিয়ে হালকা করে মালিশ করুন। ১০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর টোনার ও ময়শ্চারাইজার ব্যবহার করুন।

ফেসপ্যাক ২: হলুদের সঙ্গে গোলাপজলের ফেসপ্যাক

গোলাপজল ত্বকের জন্য প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে এবং ত্বককে সতেজ রাখতে সহায়তা করে। হলুদের অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-সেপ্টিক ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণের সঙ্গে গোলাপজল মিশে তৈরি হয় এক শক্তিশালী প্যাক।

দুই চামচ হলুদ গুঁড়োর সঙ্গে প্রয়োজনমতো গোলাপজল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ১০–১৫ মিনিট রেখে দিন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

চাইলে দ্রুত ও ভালো ফলাফলের জন্য দুধ ও গোলাপজল একসঙ্গে হলুদের সঙ্গে মিশিয়ে একটি প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। এই প্যাক নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল, দাগহীন ও ব্রণমুক্ত।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে