ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

বাবরের অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে যা বললেন ওয়াহাব

২০২৩ নভেম্বর ২১ ১৬:৫৮:২৩
বাবরের অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে যা বললেন ওয়াহাব

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেট বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় ১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান। জানা গেছে, বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সের কারণে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতো বাবর আজমকে। এমন আশঙ্কায় নিজেই অধিনায়কের দায়িত্ব থেকে সরে যান বাবর আজম।

পাকিস্তান ক্রিকেট দলের নতুন নিয়োগ পাওয়া প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ বাবর আজমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া প্রসঙ্গে বলেন, বাবর আজম নিজের ইচ্ছায় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন, আমি জানি না বাবর আজম এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের মধ্যে কী আলোচনা হয়েছিল। তাছাড়া এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।

বাবর আজম পাকিস্তান ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর, শান মাসুদকে টেস্ট আর টি-টোয়েন্টি দলের জন্য শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করা হয়েছে।

নতুন টেস্ট অধিনায়ক শান মাসুদ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, শান মাসুদ এর আগে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল ইয়র্কশায়ারের অধিনায়কত্ব করেছেন, যে কারণে আমরা তার উপর আস্থা রেখেছি। অদূর বিষ্যতে তিনিই অধিনায়ক থাকবেন। আমরা একটি সিরিজের ভিত্তিতে কাউকে সরিয়ে দেব না।

শেয়ারনিউজ, ২১ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে