ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

মাঠে ফাইনাল খেলা দেখবেন মোদি, থাকছে যেসব আয়োজন

২০২৩ নভেম্বর ১৮ ১৪:০৭:৩৫
মাঠে ফাইনাল খেলা দেখবেন মোদি, থাকছে যেসব আয়োজন

ক্রীড়া প্রতিবেদক : কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছিল না ভারতের বিশ্বকাপে। তবে ফাইনালে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা মঞ্চে স্বাগতিকরা থাকায় বর্ণিল আয়োজনের উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো উপস্থিত থাকছেনই। সঙ্গে থাকবেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লসও। ভারত-অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনাল হবে রোববার (১৯ নভেম্বর)। টসের আগেই থাকছে ভারতের বিমানবাহিনীর বিশেষ দল সূর্যকিরণের এয়ার শো। টসের আগে ৯টি বিমান স্টেডিয়ামের ওপর এই প্রদর্শনী করবে।

ফাইনাল ও সমাপনী হিসেবে নানাবিধ আয়োজন রাখা হয়েছে, যা অনুষ্ঠিত হবে কয়েকটি ভাগে। প্রথম ইনিংসে ড্রিংকস ব্রেকের সময় থেকেই এটি শুরু হবে। প্রথম ইনিংস শেষে থাকছে বড় আয়োজন। থাকবে ৫০০ নৃত্য শিল্পীর মনমুগ্ধকর পরিবেশনা।

সব দলের বিশ্বকাপজয়ী অধিনায়কদের আমন্ত্রণ জানানো হয়েছিল আগেই। তারা এদিন বিসিসিআইয়ের কাছ থেকে বিশেষ সংবর্ধনা পাবেন। পাশাপাশি পারফরম করবেন বলিউড সংগীত পরিচালক

প্রীতম চক্রবর্তী। পারফরম করবেন সম্প্রতি কোক স্টুডিওতে গুজরাটি গান ‘গাতিলো’ দিয়ে আলোড়ন তোলা আদিত্য গাদভিও। তা ছাড়া স্ট্যান্ডে বসে খেলা দেখবেন ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনি।

শেয়ারনিউজ, ১৮ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে