ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

পতনের নেপথ্যে ৬ কোম্পানির শেয়ার

২০২৩ নভেম্বর ১৩ ১৬:৪১:২৩
পতনের নেপথ্যে ৬ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৩ নভেম্বর) সূচক ও লেনদেনে বড় পতন হয়েছে উভয় শেয়ারবাজারে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইর) আজ প্রধান সূচক কমেছে প্রায় ১২ পয়েন্ট। শেয়ারবাজারের এমন পতনের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ৬ কোম্পানির শেয়ার।

এই ৬ কোম্পানির মধ্যে রয়েছে লাফার্জহোলসিম, জেমিনি সী ফুড, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, স্কয়ার ফার্মা ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে আজ লাফার্জহোলসিমের দর কমেছে ৬০ পয়সা বা০.৮৫ শতাংশ। যার ফলে আজ ডিএসইর সূচক পতনে কোম্পানিটির দায় ছিল ১.১৭ পয়েন্ট। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭০ টাকায়। আগের দিন লেনদেন হয়েছিল ৭০ টাকা ৬০ পয়সায়।

আজ সূচক পতনে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে জেমিনি সী ফুড লিমিটেড। আজ কোম্পানিটির দর কমেছে ৪৯ টাকা ৬০ পয়সা বা ৭.২২ শতাংশ। যার ফলে আজ ডিএসই সূচক পতনে কোম্পানিটির দায় ছিল প্রায় ১ পয়েন্ট। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৩৭ টাকা ৭০ পয়সায়। আগের দিন লেনদেন হয়েছিল ৬৮৭ টাকা ৩০ পয়সায়।

আজ সূচক পতনে তৃতীয় অবস্থানে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ১ টাকা ৯০ পয়সা বা ১.২০ শতাংশ। যার ফলে আজ ডিএসইর সূচক পতনে কোম্পানিটির দায় ছিল প্রায় ১ পয়েন্ট। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫৬ টাকায়। আগের দিন লেনদেন হয়েছিল ১৫৭ টাকা ৯০ পয়সায়।

আজ সূচক পতনে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৯.৩০ শতাংশ। যার ফলে আজ সূচক পতনে কোম্পানিটির দায় ছিল ০.৯৩ পয়েন্ট। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ টাকা ৭০ পয়সায়। আগের দিন লেনদেন হয়েছিল ১২ টাকা ৯০ পয়সায়।

একইভাবে আজ ডিএসইর সূচক পতনে ৫ম ও ৬ষ্ট অবস্থানে ছিল স্কয়ার ফার্মা ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। কোম্পানি দুটির মধ্যে আজ স্কয়ার ফার্মা ডিএসইর সূচক কমিয়েছে ০.৮২ পয়েন্ট এবং যমুনা অয়েল ০.৭৯ পয়েন্ট। এদিন স্কয়ার ফার্মার শেয়ারদর কমেছে ৩০ পয়সা এবং যমুনা অয়েলের ৪ টাকা ১০ পয়সা।

আলোচ্য ৬ কোম্পানির মধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ছাড়া বাকি সবগুলো কোম্পানির মুনাফা ও ডিভিডেন্ড ইতিবাচক। কোনো কোনোটির মুনাফা ও ডিভিডেন্ডে রেকর্ড ছুঁয়েছে। তারপরও কোম্পানিগুলোর শেয়ারদর পতন ধারায় রয়েছে। অথচ যেসব কোম্পানির ইপিএস ও ডিভিডেন্ড নেতিবাচক, সেসব কোম্পানির শেয়ার কারসাজির ছোয়ায় উড়ছে। যেগুলোতে বিনিয়োগকারীরা সর্বশান্ত হচ্ছে।

শেয়ারনিউজ, ১৩ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে