ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

বিশ্বকাপের টিকিট না পেয়ে থানায় অভিযোগ

২০২৩ নভেম্বর ০২ ১৭:৫৯:২৩
বিশ্বকাপের টিকিট না পেয়ে থানায় অভিযোগ

ক্রীড়া প্রতিবেদক : স্বাগতিক ভারত বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল। বৃহস্পতিবার (২ নভেম্বর) মুম্বাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জয় রোহিত শর্মার সেমিফাইনাল নিশ্চিত করবে। এদিকে, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে কলকাতায় তুলকালাম কাণ্ড ঘটেছে।

আগামী রোববার (০৫ নভেম্বর) ইডেন গার্ডেনে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে ভারত। সেই ম্যাচের টিকিটের চাহিদা অনেক বেশি। এমন অবস্থায় পশ্চিমবঙ্গ ক্রিকেট সংস্থার (সিএবি) কর্মকর্তাদের বিরুদ্ধেই টিকিট দুর্নীতির অভিযোগ এক ব্যক্তির। ময়দান থানায় অভিযোগও জানিয়েছেন তিনি।

ইডেনে বহুল আকাঙ্ক্ষিত ম্যাচটির টিকিট পাননি অনেকেই। তেমনই এক ক্রীড়াপ্রেমীর অভিযোগ, অনলাইনে যে সংস্থা বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট বিক্রি করছে তারা এবং তাদের সঙ্গে রাজ্য ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা টিকিট সরিয়ে দিয়েছেন। সেই টিকিট কালোবাজারে চলে গেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ময়দান থানা। সিএবির কর্মকর্তাদের বৃহস্পতিবার ময়দান থানায় ডেকে পাঠানো হয়েছে। অনলাইন সংস্থার কর্তাদেরও ডেকে পাঠিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যে সিএবি এবং ওই সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

শেয়ারনিউজ, ০২ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে