ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

বিশ্বকাপের শেষ তিন ম্যাচ নিয়ে যা বললেন সাকিব

২০২৩ অক্টোবর ২৯ ১৪:৪০:৪১
বিশ্বকাপের শেষ তিন ম্যাচ নিয়ে যা বললেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক : সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসেছিল বাংলাদেশ। শুরুটা দারুণ ছিল। কিন্তু এরপরই হেরে যায় টাইগাররা। টানা চার হারের পরও সেমিফাইনালে খেলার আশা ছিল বাংলাদেশের। তবে গতকাল (শনিবার) নেদারল্যান্ডসের কাছে হেরে সেই সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। এবার বিশ্বকাপের বাকি তিন ম্যাচে ভালো করার প্রত্যাশা করছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

আগামী ৩১ অক্টোবর একই ভেন্যু বলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচ নিয়ে টানা হারের বৃত্তে থাকা অধিনায়ক সাকিবের ভাবনা জানতে চাওয়া হয়। উত্তরে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রতিপক্ষ নিয়ে ভাবার সুযোগ নেই। আমাদের শুধু নিজেদের খেলাটা খেলতে হবে। নিজেদের চাঙা রাখতে হবে। আর কোনো উপায় নেই।’

পরবর্তী তিন ম্যাচ থেকে সমর্থকদের কিছু ফিরিয়ে দিতে চান সাকিব নিজেও। তিনি বলেন, ‘আমাদের তিন ম্যাচ খেলতেই হবে। যদি আমরা বাংলাদেশের মানুষকে কিছু ফিরিয়ে দিতে পারি, সেটা দারুণ হবে।’

তবে এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে ভালো কিছু করা কঠিন– সেটিও স্বীকার করলেন সাকিব। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে খুবই কঠিন এখান থেকে ঘুরে দাঁড়ানো। তিন ম্যাচ আছে। অন্তত ভালো কিছু করার সুযোগ এখনও আছে আমাদের। তবে খুবই কঠিন। চেষ্টা ছাড়া আমাদের কিছুই করার নেই। আজকের দিনটা যদি ভুলে গিয়ে সামনের ম্যাচটায় মনোযোগ দিতে পারি, তাহলে ভালো হবে। আমরা যেখানে আছি সেখান থেকে এটা করা খুবই কঠিন।’

শেয়ারনিউজ, ২৯ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে