ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫
Sharenews24

ফখরুলকে ভালো জানতাম: আইনমন্ত্রী

২০২৩ অক্টোবর ২৭ ১৫:৩৯:৫৭
ফখরুলকে ভালো জানতাম: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবার এক হাত নিলেন। তিনি বলেন, ‘আমি তাকে ভালো বলে জানতাম। কিন্তু তিনি জনগণকে বিভ্রান্ত করতে অনেক কথাই বলে থাকেন।’ শুক্রবার (২৭ অক্টোবর) সকালে নিজ সংসদীয় এলাকা আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, ‘বিএনপি আন্দোলন করতে পারে, এটা রাজনৈতিক দলের অধিকার। কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা করে নয়। যদি তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে নিজ সংসদীয় এলাকা আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: ফোকাস বাংলাএ সময় আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সরোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, আখাউড়া উপজেলা আওয়ামী সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে করে আখাউড়ায় উপস্থিত হন আইনমন্ত্রী। দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বিকেলে আন্তঃনগর মহানগর গোধূলি ট্রেনযোগে ঢাকা ফেরার কথা রয়েছে তার।

শেয়ারনিউজ, ২৭ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে