ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

১৩ সেকেন্ডেই শেষ পাঁচ গ্রাম

২০২৫ অক্টোবর ০৫ ১৫:৩০:২৪
১৩ সেকেন্ডেই শেষ পাঁচ গ্রাম

নিজস্ব প্রতিবেদক : বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নসহ আশপাশের পাঁচটি গ্রাম মাত্র ১৩ সেকেন্ডের ঝড়ে তছনছ হয়ে গেছে। রোববার (৫ অক্টোবর) ভোরে পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া, সুতাহারপাড়া, রায়মহল, ভিতারবাড়ী ও বড়পলাশবাড়ী ইউনিয়নের বাদামাবাড়ী এলাকায় এ ঝড় আঘাত হানে। এতে প্রায় ৩০০ পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন মানুষ ও গবাদিপশু আহত হয়েছেন।

ঝড়ো বাতাসের তাণ্ডবে ঘরবাড়ির টিন উড়ে যায়, গাছপালা উপড়ে পড়ে ও বিদ্যুতের তার ছিঁড়ে যায়। ক্ষতিগ্রস্তরা জানান, হঠাৎ ভোরে প্রচণ্ড বাতাস শুরু হয় এবং মাত্র ১৩ সেকেন্ডে সবকিছু উল্টেপাল্টে যায়। কেউ নিজের বাড়ির টিন অন্য কোথাও গিয়ে পড়েছে কিনা বুঝতেও পারেননি। বাড়ির পাশে পুকুর থেকে টিনের খণ্ড খুঁজে বের করা হচ্ছে। তারা প্রশাসন ও বিত্তবানদের কাছে দ্রুত টিন, অর্থ ও খাদ্য সহায়তা চেয়েছেন।

পাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, “আমাদের ইউনিয়নের চারটি গ্রামে প্রায় ৩০০ পরিবারের ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আশা করছি দ্রুত সহায়তা পাবে।”

পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল বলেন, “প্রতিটি বাড়িতে কোনো না কোনো ক্ষতি হয়েছে, তবে আল্লাহর রহমতে প্রাণহানি হয়নি। প্রশাসনের প্রতি অনুরোধ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দ্রুত সহায়তা পৌঁছে দিতে।”

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছি। তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। প্রাথমিকভাবে চাল বিতরণ করা হবে এবং পরবর্তীতে টিনের ব্যবস্থা করা হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে