ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

আইসিসিতে মাহমুদউল্লাহর সাত লাফ, পেছালেন সাকিব

২০২৩ অক্টোবর ২৫ ১৯:১৮:৩৯
আইসিসিতে মাহমুদউল্লাহর সাত লাফ, পেছালেন সাকিব

নিজস্ব প্রতিবেদক : মাহমুদউল্লাহ রিয়াদ দলের বিপদের মুখে আরেকবার নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। পরশু তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে কিছুটা হলেও মুখ রক্ষা হয়েছে বাংলাদেশের। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই সেঞ্চুরির পর র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন তিনি।

র‍্যাঙ্কিং সদ্য হালনাগাদ করা আইসিসি ওয়ানডে ব্যাটারদের সাত ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠে এসেছেন মাহমুদউল্লাহ। তবে বাংলাদেশিদের মধ্যে দুই ধাপ পিছিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই অধিনায়ক আছেন ৪৪ নম্বরে।

তবে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পেছালেও ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে সাকিব। তাঁর রেটিং পয়েন্ট ৩২৪। ৩০১ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে টপকে যেতে ভারতীয় ওপেনার শুবমান গিলের দরকার আর সাত রেটিং পয়েন্ট। তাঁর রেটিং পয়েন্ট ৮২৩ আর বাবরের ৮২৯।

এদিকে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন। সাত ধাপ এগিয়ে তিনি আছেন চতুর্থ স্থানে। ইংল্যান্ডের বিপক্ষে ১০৯ রানের পর গতকাল বাংলাদেশের বিপক্ষেও ৯০ রানের ইনিংস খেলেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

র‍্যাঙ্কিংয়ে ক্লাসেনের ঠিক ওপরে আছেন আরেক প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি কক। বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে তিনটি সেঞ্চুরি করেছেন এই উইকেটরক্ষক-ওপেনার। গতকাল বাংলাদেশের বিপক্ষে ১৪০ বলে ১৭৪ রান করেছেন তিনি।

৬৭০ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। ৬৬৮ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। তিনে থাকা দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশব মহারাজের তাঁর রেটিং পয়েন্ট ৬৫৬।

শেয়ারনিউজ, ২৫ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে