ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

২৮ অক্টোবর বিএনপির সমাবেশের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৩ অক্টোবর ২৪ ২১:১৮:৫১
২৮ অক্টোবর বিএনপির সমাবেশের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো ধরনের অরাজকতা করবে না এমন প্রতিশ্রুতি দিলে বিএনপিকে ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ করার অনুমতি দিতে পারে পুলিশ।

মঙ্গলবার ঢাকার মগবাজারে মধুবাগ খেলার মাঠ এবং পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি পুলিশ কমিশনারের কাছে পারমিশন চাইলে কমিশনার যদি মনে করেন.... কমিশনারকে সন্তুষ্ট করতে পারেন, যে তারা অরাজক পরিস্থিতি তৈরি করবেন না, কোনো ধরনের জনদুর্ভোগ তৈরি করবেন না, আমার মনে হয় কমিশনার পারমিশন দেবেন।

প্রসঙ্গত, সরকারের পদত্যাগের এক দফা দাবি আগামী ২৮শে অক্টোবর ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ করতে চায় বিএনপি। সেজন্য ২১শে অক্টোবর তারা ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছে।

এদিকে একই দিনে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে শান্তি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শেয়ারনিউজ, ২৪ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে