ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, অসংখ্য হতাহত

২০২৩ অক্টোবর ২৩ ১৬:৫৯:১৫
ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, অসংখ্য হতাহত

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারসিন্ধু একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হতে পারেন বলে শঙ্কা রয়েছে।

আজ সোমবার (২৩ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তারা উদ্ধারকাজ চালাচ্ছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে পু‌লিশসহ স্থানীয় প্রশাসন।

তিন‌টি ব‌গি উল্টে প‌ড়ে যাওয়ায় সেগু‌লো ক্রেন ছাড়া সরা‌নো সম্ভব হ‌চ্ছে না। ইতোমধ্যে ঢাকা ও আখাউড়া থে‌কে ক্রেন রওনা দি‌য়ে‌ছে বলে জানা গেছে।

রেলওয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার একটু আগে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়।

জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন ধাক্কা দেয়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে সিগন্যালিংয়ের কোনো জটিলতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। শেয়ারনিউজ, ২৩ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে