ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

পিটার হাসের সঙ্গে কী কথা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর

২০২৩ অক্টোবর ২২ ১৭:০৫:৪৩
পিটার হাসের সঙ্গে কী কথা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৮ অক্টোবর রাজধানীতে গণসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এই সম্মেলনকে ঘিরে ঢাকাগামী সব রাস্তা বন্ধ করবে কি না জানতে চেয়েছেন।

রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস। এ সময় তিনি বিষয়টি জানতে চান বলে বৈঠক শেষে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত জানতে চেয়েছেন, বিএনপি যে একটি বিরাট কর্মসূচি দিয়েছে সেখানে অনেক লোক নিয়ে আসবে, তোমরা রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না, কিংবা তোমরা অন্য কিছু করবা কি না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‌আমাদের এরকম কোনো পরিকল্পনা নেই। তারা যে রাজনৈতিক এজেন্ডা দিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে করবেন। কর্মসূচি যদি তারা শান্তিপূর্ণভাবে পালন করেন, তবে আমাদের কিছু বলার নেই।

শেয়ারনিউজ, ২২ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে