ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

ইসরায়েলের পক্ষের তারকাদের ‘ভণ্ড’ বললেন স্বরা

২০২৩ অক্টোবর ০৯ ১৭:২৭:৫১
ইসরায়েলের পক্ষের তারকাদের ‘ভণ্ড’ বললেন স্বরা

বিনোদন ডেস্ক : শতাধিক মানুষ নিহত হয়েছে ইসরাইল-হামাস যুদ্ধে। চলমান এই দ্বন্দ্বে ইসরায়েলের পক্ষে সরব হয়েছেন হলিউড ও বলিউডের বেশ কিছু তারকা। হলিউড ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাডট এই সংকটের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ইনস্টাগ্রামে বলেছেন যে বিধ্বংসী ঘটনায় তার হৃদয় ভেঙে গেছে।

ইসরায়েলে ‘ওয়ান্ডার ওমেন’ নামে খ্যাত এই অভিনেত্রী গ্যাডেট ইসরায়েলের প্রতি তার সমর্থন জানিয়ে লিখেছেন, ‘আমি ইসরায়েলের সঙ্গে আছি। আপনাদেরও ইসরায়েলের পাশে দাঁড়ানো উচিত’।

এদিকে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ইনস্টাগ্রামে লিখেছেন, ‘গভীর আঘাত বা ভয় না পেয়ে ইসরায়েলি নারীদের ছবি স্ক্রোল করা সম্ভব নয়। এটা আমার মনকে ভেঙে চুরমার করে দিচ্ছে। ইসরায়েল এবং তার মহিলাদের জন্য হৃদয় কাঁদে।’আমেরিকান অভিনেত্রী জেমি লি কার্টিস এবং কমেডিয়ান এমি স্কামবারও ইসরায়েলিদের প্রতি সমর্থন জানিয়েছেন।

অন্যদিকে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন কঙ্গনা ও গাল গ্যাডটকে তিরস্কার জানিয়ে। তিনি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের লাগামহীন বর্বরতা, তাদের বাড়িঘর জোরপূর্বক দখল এবং জোরপূর্বক উচ্ছেদ, ইসরায়েলিদের ধর্মান্ধতা ও সহিংসতা, ফিলিস্তিনি শিশু-কিশোরদের হত্যা, গত কয়েক দশক ধরে গাজায় অবরোধ ও ইসরায়েলি বোমাবর্ষণ, বোমাবর্ষণ ইত্যাদি।

তিনি যোগ করেন, গাজার বেসামরিক মানুষ, স্কুল এবং হাসপাতালে বোমা হামলা যদি আপনাকে নাড়া না দেয়, তাহলে ইসরায়েলের ওপর হামাসের এই হামলায় হতবাক হওয়া আমার কাছে ভণ্ডামি বলে মনে হচ্ছে।

শেয়ারনিউজ, ০৯ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে