ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

লেনদেনে চমক দেখিয়ে ফ্লোর প্রাইসে দম নিচ্ছে সোনালী পেপার

২০২৩ অক্টোবর ০৭ ১৮:৫৭:২৭
লেনদেনে চমক দেখিয়ে ফ্লোর প্রাইসে দম নিচ্ছে সোনালী পেপার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০১-০৫ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে চমক দেখিয়েছে সোনালী পেপার মিলস লিমিটেড। আলোচ্য সপ্তাহে ডিএসই-তে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ লাখ ২৯ হাজার ৫৪৯টি শেয়ার। যার বাজার মূল্য ছিল ১০৯ কোটি ৪৩ লাখ ৩০ টাকা। যা ছিল ডিএসইর সাপ্তাহিক মোট লেনদেনের ৪.৬৯ শতাংশ।

তবে লেনদেনে চমক দেখিয়ে ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থান দখল করলেও সপ্তাহজুড়েই ছিল কোম্পানিটির শেয়ার দরে নেতিবাচক প্রবণতা। যার কারণে তিন মাস ফ্লোর প্রাইসের ওপরে লেনদেন করার পর কোম্পানিটির শেয়ার আবারও ফ্লোর প্রাইসে এসে স্থান নিয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সালের ২৮ জুলাই শেয়ারবাজারে দ্বিতীয় দফা ফ্লোর প্রাইস আরোপের পর সোনালী পেপারের শেয়ার চার বার ফ্লোর প্রাইসে স্থান নিয়েছে। কিন্তু ফ্লোর প্রাইসে এসে কিছুদিন দম নিয়েই ফের ঊর্ধ্বশ্বাসে ওপরে উঠে যায় শেয়ারটির দাম।

সর্বশেষ গত ৬ আগস্ট কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইস ৬১৫ টাকা ১০ পয়সা ভেদ করে এক মাসের ব্যবধানে ৮ সেপ্টেম্বর ৭১০ টাকা অতিক্রম করে। এরপর আবারও ফ্লোর প্রাইসের দিকে ধাবিত হয়। গত ০২ অক্টোবর কোম্পানিটির শেয়ার আবারও ফ্লোর প্রাইসে এসে স্থান নেয়।

তবে পরেরদিন ০৩ অক্টোবর শেয়ারটি ৬৩৫ টাকার ওপরে লেনদেন হয়। কিন্তু সেল প্রেসারের তোড়ে পরের দিন আবারও ফ্লোর প্রাইসে ফিরে আসে। তবে ফ্লোর প্রাইসে ফিরলেও শেয়ারটিরর নজর কাড়া লেনদেন হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারের ‘কিং’ খাত এক বড় বিনিয়োগকারীর নিয়ন্ত্রণে রয়েছে সোনালী পেপারের শেয়ার। তিনি যখন শেয়ারটিতে বিক্রির মুডে থাকেন, তখন শেয়ারটির দাম পিছু টানে থাকে। আবার তিনি যখন কেনার মুডে থাকেন, তখন শেয়ারটির দাম ওপরে উড়তে থাকে। তার মেজাজ-মর্জির উপরই শেয়ারটির উত্থান-পতন নির্ভর করছে।

এদিকে কোম্পানিটির একটি সূত্র শেয়ারনিউজকে জানায়, সমাপ্ত ৩০ জুন, ২০২৩ অর্থবছরে কোম্পানিটি শেয়ারবাজার থেকে বড় আকারে মুনাফা তুলেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে নাকি শেয়ারবাজার থেকে কোম্পানিটির রেকর্ড পরিমাণ মুনাফা হয়েছে। শেয়ারবাজার থেকে মুনাফা তোলার ক্ষেত্রে ওই ‘কিং’ বিনিয়োগকারীরর নেপথ্য ভূমিকা রয়েছে।

সূত্রটি দাবি করেছে, শেয়ারবাজার থেকে কোম্পানিটিকে মুনাফা তোলার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যই হলো ২০২২ বছরের মতো এবছরও শেয়ারটির বড় আকারে দাম হাঁকানো। ২০২২ সালে শেয়ারটির দাম হাজার টাকা অতিক্রম করেছিল। তবে এবার হয়তো সে রকম কিছু হবে না বলে সূত্রটি মনে করছে।

উল্লেখ্য, ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) সোনালী পেপারের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭ টাকা ২ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৭০ পয়সা।

এরপর দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি কোম্পানিটি। এর কারণ হিসাবে জানা গেছে, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি ভালো মুনাফা করতে পারেনি।

তবে সমাপ্ত অর্থবছরের চতুর্থ বা শেষ প্রান্তিকে কোম্পানিটি শেয়ারবাজার থেকে বড় পরিমাণে মুনাফা তুলেছে। ফলে শেষ প্রান্তিকের মুনাফা মিলিয়ে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির মুনাফা মোটামুটি ভাল হয়েছে-কোম্পানিটির কর্মকর্তারা শেয়ারনিউজকে এমন আভাসই দিয়েছেন।

শেয়ারনিউজ, ০৭ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে