ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
Sharenews24

ফের বাড়ছে ব্যাংক ঋণের সুদহার

২০২৩ অক্টোবর ০৬ ১৪:৪৮:১৩
ফের বাড়ছে ব্যাংক ঋণের সুদহার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আইএমএফের ঋণের শর্ত হিসেবে রিজার্ভ, ডলারের দর, সুদের হার, বাণিজ্য ঘাটতি, ব্যাংকের তারল্যসহ নানা বিষয়ে নেওয়া কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ সম্পর্কে প্রতিনিধিদের জানানো হয়।

তবে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ নিয়ে সন্তুষ্ট হতে পারেনি আইএমএফ প্রতিনিধিদল। আইএমএফ-কে ফের ব্যাংক ঋণের সুদহার বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার আইএমএফের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দেওয়া সেই প্রতিশ্রুতি অনুযায়ী বিকেলেই আবার ঋণের সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মাত্র এক দিন আগেই (বুধবার) নীতি সুদহার বা রেপো রেট একবারে ০.৭৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় ব্যাংক। বর্তমান নীতি সুদহার ৬.৫০ শতাংশ। নতুন নীতি সুদহার বা রেপো রেট হবে ৭.২৫ শতাংশ।

অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি সামাল দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার সিক্স মান্থ মুভিং এভারেজ রেট বা স্মার্ট রেট বাড়িয়ে সাড়ে ৩ শতাংশে উন্নীত করা হয়েছে।

পাশাপাশি প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্টের সঙ্গে সর্বোচ্চ ২ শতাংশের বদলে সর্বোচ্চ ২.৫০ শতাংশ মার্জিন যোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতিতে মূল্যস্ফীতির ওপর বিরূপ প্রভাব পড়ছে। ফলে মূল্যস্ফীতি পর্যায়ক্রমে কমানোর লক্ষ্যে ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্টের সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশের স্থলে সর্বোচ্চ ৩.৫০ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে।

এ ছাড়া প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্টের সঙ্গে সর্বোচ্চ ২ শতাংশের স্থলে সর্বোচ্চ ২.৫০ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে। তবে কৃষি ও পল্লি ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ মার্জিন ২ শতাংশ অপরিবর্তিত থাকবে।

শেয়ারনিউজ, ০৬ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে