ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
Sharenews24

চলতি অর্থবছরে দেশের প্রবৃদ্ধি হবে ৫.৬ শতাংশ : বিশ্ব ব্যাংক

২০২৩ অক্টোবর ০৩ ১৩:১৪:৪৮
চলতি অর্থবছরে দেশের প্রবৃদ্ধি হবে ৫.৬ শতাংশ : বিশ্ব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাংকের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ৫.৬ শতাংশ হতে পারে। যদিও গেল এপ্রিলে ৬.২ শতাংশ প্রবৃদ্ধির আভাস দিয়েছিল সংস্থাটি।

মঙ্গলবার (০৩ অক্টোবর) রাজধানীতে নিজেদের কার্যালয়ে প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে এমন তথ্য জানানো হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব ব্যাংকের অর্থনীতিবিদ নাজমুস সাকিব খান।

বিশ্বব্যাংক জানিয়েছে, উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক বাণিজ্যের চাপ, আর্থিক খাতের ঝুঁকি আর অনিয়শ্চয়তা জিডিপির প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে আগামী অর্থবছর জিডিপির প্রবৃদ্ধি আবার বাড়তে শুরু করবে বলে মনে করে বিশ্বব্যাংক।

তবে সেজন্য আর্থিক খাতে নীতি সংস্কারের তাগিদ গিয়েছে সংস্থাটি। সুদ ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারকে প্রকৃত অর্থে বাজার নির্ভর করার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।

শেয়ারনিউজ, ০৩ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে