ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

কম আয়ের করদাতাদের জন্য বড় সুখবর

২০২৩ সেপ্টেম্বর ৩০ ০৯:৫৮:১৬
কম আয়ের করদাতাদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কম আয় ও সম্পদের করদাতাদের জন্য এক পাতার একটি ফরম প্রকাশ করেছে। জানা গেছে, বার্ষিক করযোগ্য আয় ৫ লাখ টাকার কম হলেই এক পাতার আয়কর বিবরণী জমা দিলেই হবে।

এ ছাড়া সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার কম হতে হবে, এমন শর্তও রয়েছে। কম আয়ের করদাতার রিটার্ন জমা সহজ করতেই এক পাতার রিটার্ন ফরম চালুর উদ্যোগ নেয়া হয়েছে। নতুন আইনের আলোকে এই পাতা সাজানো হয়েছে।

এক পাতার ওই ফরমে সব মিলিয়ে ১৬ ধরনের তথ্য দিতে হবে। এগুলো হলো, জাতীয় পরিচয়পত্র নম্বর, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), সার্কেল, কর অঞ্চল, কর বর্ষ, আবাসিক মর্যাদা, মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা, আয়ের উৎস, মোট পরিসম্পদ, মোট আয়, আরোপযোগ্য কর, কর রেয়াত, প্রদেয় কর, উৎসে কাটা করের পরিমাণ (যদি থাকে), এই রিটার্নের সঙ্গে প্রদত্ত কর, জীবনযাপন ব্যয়।

এক পৃষ্ঠার রিটার্ন ফর্মের সুবিধা হলো, কোন খাত থেকে কত কর আয় হয়েছে তার বিশদ বিবরণ লিখতে হবে না। শুধুমাত্র মোট আয়ের তথ্য প্রয়োজন। এভাবে মোট সম্পদ, জীবনযাত্রার ব্যয়, করের পরিমাণ- মোট পরিমাণ লিখতে হবে।

শেয়ারনিউজ, ৩০ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে