ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
Sharenews24

আরও বাড়ল ডলারের দাম

২০২৩ সেপ্টেম্বর ২৫ ১৩:৪১:০৫
আরও বাড়ল ডলারের দাম

নিজস্ব প্রতিবেদক : দিন দিন দেশের বাজারে মার্কিন ডলারের দাম বাড়ছে। রেমিট্যান্স, রপ্তানি আয় ও আমদানি পরিশোধের জন্য ব্যাংকগুলো ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে নতুন বিনিময় হার কার্যকর হবে।

এক ভার্চুয়াল বৈঠকে ডলারের দর বৃদ্ধির ঘোষণা দিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা)। আজ থেকে তারা ১১০ টাকায় ডলার কিনে ১১০ টাকা ৫০ পয়সায় বিক্রি করতে রাজি হয়েছেন।

নতুন বিনিময় হারে রপ্তানিকারক ও রেমিট্যান্স প্রেরকগণ প্রতি ডলারে পাবেন ১১০ টাকা। এ ছাড়া ব্যাংকগুলো আমদানিকারকদের প্রতি ডলারে ১১০ টাকা ৫০ পয়সা চার্জ করবে। ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা ৫০ পয়সা। গত জানুয়ারিতে এই বিনিময় হার ছিল ৮৫ টাকা ৮ পয়সা।

এদিকে, প্রত্যাশা অনুযায়ী দেশে রেমিট্যান্স আসছে না। রপ্তানি আয়ও উল্লেখযোগ্যভাবে বাড়ছে না। রপ্তানির তুলনায় আমদানি বিল বেশি হওয়ায় দেশের রিজার্ভ কমে গেছে। এই কারণে গত দেড় বছর ধরে টাকার বিপরীতে ডলারের দাম বেড়েই চলছে।

শেয়ারনিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে