ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫
Sharenews24

ঢাকা দক্ষিণ সিটির দুই ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা

২০২৩ সেপ্টেম্বর ১৬ ১১:২৩:৫৩
ঢাকা দক্ষিণ সিটির দুই ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন দুটি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে। দুটি ওয়ার্ড হল ১৪ নম্বর (হাজারীবাগ ট্যানারি এলাকা, জিগাতলা) এবং ৫৬ নম্বর (কামরাঙ্গীরচরের বড়গ্রাম, রসুলপুর, আলীনগর ও আশরাফাবাদ)। ১০ জনের বেশি ডেঙ্গু রোগী থাকায় এসব ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানিয়েছেন। কোনো ওয়ার্ডে এক সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেলে দক্ষিণ সিটি সেই ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করে।

এর আগে গত আগস্টে দক্ষিণ সিটির ৪টি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়। ওয়ার্ডগুলো হলো, ৫ (খিলগাঁওয়ের সবুবাগ ও পূর্ব বাসাবো), ২২ (হাজারীবাগের অংশ), ৫৩ (পূর্ব জুরাইন ও মুরাদপুর) এবং ৬০ (পলাশপুর, মেরাজনগর, মদিনাবাগ) নম্বর।

দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো তালিকা, নিয়ন্ত্রণকক্ষের ফোন নম্বরসহ বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত ডেঙ্গু রোগীদেরর তথ্যাদি যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে তারা রোগীর এলাকা শনাক্ত করার পর রেড জোন ঘোষণা করে।

রেড জোনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়িয়ে জনগণকে সচেতন করতে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ১৪ নম্বর ওয়ার্ড এবং বেলা ১১টায় ৫৬ নম্বর ওয়ার্ডে মেয়র শেখ ফজলে নূর তাপস অংশ নেবেন।

এ কার্যক্রমে ওয়ার্ড দুটিতে ৯৫০ পরিচ্ছন্নতাকর্মী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবেন। এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে সকালে ১৩ জন ও বিকেলে ১৩ জন মশককর্মী লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং কার্যক্রমে অংশ নেবেন বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি।

শেয়ারনিউজ, ১৬ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে