ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

পলাতক হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ

২০২৬ জানুয়ারি ২৫ ১৯:৩৬:১৫
পলাতক হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত পলাতক শেখ হাসিনাকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

ঢাকা জানিয়েছে, দিল্লিতে দেওয়া ওই বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশ সরকারের পতনের আহ্বান জানিয়ে আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উসকানি দিয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, ২৩ জানুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে শেখ হাসিনা প্রকাশ্যে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে অবস্থান নেন এবং তার দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে নির্বাচনী সহিংসতায় জড়ানোর আহ্বান জানান। বাংলাদেশ সরকার ও জনগণ এ ঘটনায় গভীর উদ্বিগ্ন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখনও দায়িত্ব পালন করেনি। উল্টো, ভারতের মাটিতে তাকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

সরকারি বিবৃতিতে বলা হয়, এই ধরনের অনুষ্ঠান আয়োজন আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ও আন্তঃরাষ্ট্র সম্পর্কের নীতির পরিপন্থি। এটি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি স্পষ্ট অবমাননা এবং ভবিষ্যৎ বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগের এই ধরনের কার্যক্রম প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছে। আসন্ন নির্বাচন এবং নির্বাচনের দিন সংঘটিত যেকোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সরকার আওয়ামী লীগকে দায়ী করবে এবং তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে