ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

বার্ষিক সম্মেলন সম্পন্ন করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স

২০২৬ জানুয়ারি ২৫ ১৯:০৬:৫৮
বার্ষিক সম্মেলন সম্পন্ন করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: সাফল্য, অর্জন এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্য নিয়ে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি তাদের “বার্ষিক সম্মেলন–২০২৬” আয়োজন করেছে। সম্প্রতি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি-এর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এ.এন.এম. ফজলুল করিম মুন্সী।

এছাড়াও সম্মেলনে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও দক্ষ ব্যবস্থাপনার ফলে কর্ণফুলী ইন্স্যুরেন্স ক্রেডিট রেটিং ‘এএএ’ অর্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে কোম্পানির প্রিমিয়াম আয় ১৬ শতাংশ বৃদ্ধি পাওয়ায় তিনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আরও জানান, ২০২৫ সালে সরকারি ট্রেজারি বন্ড ও স্থায়ী আমানতে বিনিয়োগ বৃদ্ধিতে কোম্পানির আর্থিক অবস্থান আরও সুদৃঢ় হয়েছে, যা অত্যন্ত সন্তোষজনক। এ সময় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাম্প্রতিক নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সম্মেলনের শেষ পর্বে ২০২৫ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য কর্ণফুলী ইন্স্যুরেন্সের কর্মকর্তা, কর্মচারী ও সেরা শাখাসমূহকে পুরস্কৃত করা হয়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে