ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

শ্রেণিকক্ষে কাঁদলেন বাবা, ভাইরাল ভিডিও

২০২৬ জানুয়ারি ২৪ ১৪:৫০:১৮
শ্রেণিকক্ষে কাঁদলেন বাবা, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদক : শিক্ষিকার মারধরের ভয়ে স্কুলে যেতে চাইছিল না শিশুটি। বাড়িতে ফিরে বাবাকে জানায়, স্কুলে গেলেই ভয় লাগে। মেয়ের মুখে এসব কথা শুনে আর চুপ থাকতে পারেননি বাবা। সরাসরি মেয়ের স্কুলে গিয়ে চোখের পানি ধরে রাখতে না পেরে শিক্ষিকার কাছে কাঁদতে কাঁদতে অনুরোধ করেন—‘ওর মা নেই, দয়া করে ওকে মারবেন না।’

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। ইতোমধ্যে হৃদয়বিদারক এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নেটিজেনদের আবেগতাড়িত করেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ওই স্কুল শিক্ষিকাকে শিশুটিকে শারীরিকভাবে শাস্তি দিতে দেখা যায়। বাড়িতে ফিরে ভয় আর কান্নার সঙ্গে সেই অভিজ্ঞতার কথা বাবাকে জানায় মেয়েটি। সে জানায়, স্কুলে গেলেই তার বুক কাঁপে।

মেয়ের কথা শুনে বাবা আর সময় নষ্ট করেননি। তিনি স্কুলে গিয়ে কোনো ঝামেলা বা হুমকি না দিয়ে, শ্রেণিকক্ষে মেয়ের পাশে বসে শিক্ষিকার সামনে কাঁদতে থাকেন। ভিডিওতে দেখা যায়, চোখের পানি মুছতে মুছতে হাত জোড় করে অনুনয় করছেন তিনি।

শিক্ষিকার উদ্দেশ্যে তিনি বলেন,‘ম্যাডাম, দয়া করে ওকে মারবেন না। ওকে আমি একাই বড় করেছি। ওর কষ্ট আমি সহ্য করতে পারি না।’ওই বাবা আরও বলেন, তিনি চান তার মেয়ে যেন ভয়হীনভাবে পড়াশোনা করতে পারে। পড়াশোনার নাম শুনে যেন তার মনে আতঙ্ক না জন্মায়।

এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। অনেকেই বাবার অসহায়ত্ব ও সন্তানের প্রতি নিখাদ ভালোবাসার প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেন,‘এটা একজন বাবার নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে নির্মম প্রমাণ। দোষী প্রমাণিত হলে শিক্ষিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে