ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
Sharenews24

ভোট ডাকাতির পর এবার 'ইঞ্জিনিয়ারিং', হুঁশিয়ারি তারেক রহমানের

২০২৬ জানুয়ারি ২২ ২৩:০০:১৪
ভোট ডাকাতির পর এবার 'ইঞ্জিনিয়ারিং', হুঁশিয়ারি তারেক রহমানের

ভোট ডাকাতির পর এবার 'ইঞ্জিনিয়ারিং', হুঁ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে আজ বৃহস্পতিবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় তিনি ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে অত্যন্ত সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। একটি বিশেষ রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তাদের বিরুদ্ধে অসততার অভিযোগ এনে তারেক রহমান বলেন, দেশবাসীকে বুঝতে হবে পর্দার আড়ালে কী ঘটছে, কারণ ষড়যন্ত্রকারীরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

প্রতিপক্ষকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, অতীতে ভোট ডাকাতি ও চুরির ঘটনা ঘটলেও এখন নতুন কৌশলে 'ভোট ইঞ্জিনিয়ারিং' করার চেষ্টা চলছে। যারা নির্বাচনের আগেই এমন অসৎ পথে হাঁটে, তারা ক্ষমতায় গিয়ে সৎ কাজ করবে—এমনটা আশা করা যায় না বলে তিনি মন্তব্য করেন। বিএনপি চেয়ারম্যান দৃঢ়ভাবে বলেন, দেশে সৎ মানুষের শাসন কায়েম করা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। জনগণের অধিকার ফিরিয়ে আনতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ভোরে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বিশেষ পরামর্শ দেন তারেক রহমান। তিনি উপস্থিত জনতাকে বলেন, ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনেই আদায় করে সরাসরি ভোট দিতে হবে। দেশটা কারও ব্যক্তিগত সম্পত্তি নয় বরং জনগণের—এই সত্যটি ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত করার ওপর তিনি জোর দেন।

আজ দুপুর ১টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী প্রচারাভিযান শুরুর পর তারেক রহমান সড়কপথে মৌলভীবাজারের শেরপুরে আরেকটি সমাবেশে বক্তব্য দেন। সেখান থেকে সন্ধ্যা নাগাদ তিনি শায়েস্তাগঞ্জ পৌঁছান। মাগরিবের নামাজের ঠিক আগে তাঁর গাড়িবহর প্রস্তাবিত খেলার মাঠের সমাবেশস্থলে পৌঁছালে তিনি সেখানে জামাতে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজের পর মঞ্চে উঠে তিনি হবিগঞ্জ জেলার দলীয় প্রার্থীদের উপস্থিত জনতার সাথে পরিচয় করিয়ে দেন।

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান বলেন, জনগণকে এবার সজাগ হতে হবে কারণ এই সুযোগ নষ্ট হলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। তিনি প্রতিশ্রুতি দেন যে, ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে প্রতিটি পরিবারকে একটি করে 'ফ্যামিলি কার্ড' প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে নাগরিক সুযোগ-সুবিধা বণ্টন নিশ্চিত করা হবে। এই জনসভায় সভাপতিত্ব করেন দলের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আখতার। শায়েস্তাগঞ্জ শেষে তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উদ্দেশ্যে রওনা হন।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের এই ডামাডোল এবং বড় রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি আগামী অর্থবছরগুলোতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা রাজনৈতিক পরিবেশ শান্ত থাকার অপেক্ষায় আছেন। নির্বাচনী প্রচারণার এই পর্যায়ে বড় ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে বাজারে ক্যাশ প্রবাহ বা লেনদেনে ইতিবাচক গতি ফিরতে পারে বলে অনেকে আশা করছেন।

সিরাজ/

শিয়ারি তারেক রহমানের

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে