ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
Sharenews24

সাত কলেজের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা

২০২৬ জানুয়ারি ২২ ১৩:১৪:২৯
সাত কলেজের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার আইনের খসড়া আজ (২২ জানুয়ারি) উপদেষ্টা পরিষদে উত্থাপিত হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীরা চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, যদি প্রস্তাবিত আইন চূড়ান্ত অনুমোদন পায়, শিক্ষার্থীরা বড় ধরনের বিজয় মিছিল করবে। অন্যদিকে, অনুমোদনে কোনো বিলম্ব বা প্রতিবন্ধকতা দেখা দিলে তারা কঠোর আন্দোলনের অংশ হিসেবে পদযাত্রা করবে।

আজ সকালেই এই কর্মসূচি নিশ্চিত করেছেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাঈম হাওলাদার।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ খসড়াটি ইতোমধ্যে উপদেষ্টা পরিষদে উত্থাপনের জন্য প্রস্তুত। এই উপলক্ষে আজ বেলা ১১টায় **ঢাকা কলেজের মূল ফটকের সামনে ‘অধ্যাদেশ মঞ্চ’**ে বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে