ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
Sharenews24

ভারতের বাইরে ভেন্যুর দাবিতে বাংলাদেশকে সমর্থন দিল পাকিস্তান

২০২৬ জানুয়ারি ২১ ১৫:২৭:৫২
ভারতের বাইরে ভেন্যুর দাবিতে বাংলাদেশকে সমর্থন দিল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে দল পাঠাতে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যৌথ আয়োজক দেশ হওয়া সত্ত্বেও ভেন্যু ভারতের বাইরে সরানোর দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে একাধিক দফা চিঠি বিনিময় ও বৈঠক হলেও বিসিবির অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

সর্বশেষ আলোচনার পর ধারণা করা হয়েছিল বুধবারের মধ্যেই বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এরই মধ্যে নতুন মাত্রা যোগ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন। সেখানে বলা হয়েছে, ভারতের বাইরে ভেন্যু সরানোর দাবিতে বিসিবির অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিসিবির নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগকে যৌক্তিক বলে মনে করছে পিসিবি। একই সঙ্গে তারা ওই চিঠির অনুলিপি আইসিসির অন্যান্য সদস্য বোর্ডগুলোকেও পাঠিয়েছে, যা বিষয়টির গুরুত্ব আরও বাড়িয়েছে।

আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে সর্বশেষ বৈঠকেও বাংলাদেশ জোরালোভাবে ভারতের বাইরে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দাবি তোলে। যদিও তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় বুধবার আইসিসির বোর্ড সভা ডাকা হয়েছে, যেখানে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের অনুকূলে সিদ্ধান্ত আসার সম্ভাবনা খুবই কম। কারণ টুর্নামেন্ট শুরুর আর তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকায় নতুন সূচি নির্ধারণ, ভেন্যু পরিবর্তন এবং অন্যান্য বোর্ডকে রাজি করানো আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ।

এদিকে নিরাপত্তা ইস্যুতে বিসিবির অবস্থানকে একেবারে অযৌক্তিক বলা যাচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার ঘটনার পর থেকেই বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সেই ঘটনা অতীত হলেও এটি চলমান অস্থিরতার কেন্দ্রবিন্দুতে ছিল।

বর্তমানে পরিস্থিতি বিসিবির একক নিয়ন্ত্রণে নেই। নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় বাংলাদেশ সরকারও বিষয়টিতে সম্পৃক্ত হয়েছে। অন্যদিকে আইসিসি সূচি পরিবর্তন, গ্রুপ অদলবদল কিংবা বাংলাদেশকে শ্রীলঙ্কায় ম্যাচ খেলানোর বিকল্প প্রস্তাবেও রাজি হয়নি। ফলে বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে