ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

নাহিদ ও নাসীরুদ্দীনকে শোকজ নোটিশ

২০২৬ জানুয়ারি ১৯ ১০:২৯:০৩
নাহিদ ও নাসীরুদ্দীনকে শোকজ নোটিশ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলটির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীকে নির্বাচন কমিশন (ইসি) বিধিবহির্ভূতভাবে শোকজ নোটিশ দিয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

রোববার (১৮ জানুয়ারি) দেওয়া এক বিবৃতিতে এনসিপি জানায়, ‘দেশ সংস্কারের গণভোট—হ্যাঁ’ ক্যাম্পেইনের পক্ষে প্রচারণা চালানোর কারণে নাহিদ ইসলাম ও নাসীরউদ্দীন পাটওয়ারীকে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে, যা আইন ও বিধির পরিপন্থি।

রোববারই নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে এনসিপির ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

নাহিদ ইসলামকে পাঠানো শোকজ নোটিশে রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী উল্লেখ করেন, ঢাকা-১১ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তার বড় আকারের রঙিন ছবি সংবলিত ‘দেশ সংস্কারের গণভোট—হ্যাঁ’র পক্ষে থাকুন’ স্লোগানযুক্ত বিলবোর্ড স্থাপন করা হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার পরিপন্থি।

চিঠিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ উদ্ধৃত করে বলা হয়, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার চালানো নিষিদ্ধ। এ কারণে ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।

অন্যদিকে নাসীরউদ্দীন পাটওয়ারীকে পাঠানো নোটিশে বলা হয়, ঢাকা-৮ আসনের বিভিন্ন স্থানে তার বড় আকারের ছবি সংবলিত ‘ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী’ এবং ‘গণভোটকে হ্যাঁ বলি’ স্লোগানযুক্ত বিলবোর্ড দেখা গেছে, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের শামিল। তাকেও একই সময়ের মধ্যে বিলবোর্ড অপসারণ ও লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়।

এদিকে শোকজ নোটিশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচন কমিশনে জবাব দেয় এনসিপি। দলের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘দেশ সংস্কারের গণভোট—হ্যাঁ’ স্লোগানটি কোনো নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়ার প্রচারণা নয় এবং এটি নাহিদ ইসলাম বা নাসীরউদ্দীন পাটওয়ারীর শাপলাকলি প্রতীকে ভোট চাওয়ার সঙ্গে সম্পৃক্ত নয়।

বিবৃতিতে আরও দাবি করা হয়, গণভোটের পক্ষে প্রচারণা চালাতে যেসব বিধিমালা রয়েছে, তা কোনোভাবেই লঙ্ঘন করা হয়নি। ফলে নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ অযৌক্তিক ও ভিত্তিহীন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে