ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

“আপনার বাবা আমাদের কাছে আছে!”

২০২৬ জানুয়ারি ১৭ ১২:৩৩:৫২
“আপনার বাবা আমাদের কাছে আছে!”

নিজস্ব প্রতিবেদক : রংপুর মহানগরীর মডার্ন মোড় থেকে অচেতন অবস্থায় গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমানকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন হারিয়েছে বলে জানায় পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে স্থানীয়দের খবর পেয়ে তাজহাট থানা পুলিশ তাকে উদ্ধার করে। রংপুর মহানগর পুলিশের ওসি আতাউর রহমান জানিয়েছেন, মডার্ন মোড় এলাকায় অচেতন অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সেখানে গিয়ে তাকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজার রহমান জানিয়েছেন, তার মনোনয়নপত্র বাতিল হওয়ার পর ঢাকায় আপিলের মাধ্যমে পুনরায় প্রার্থিতা ফিরে পান। এরপর তিনি ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে কুড়িগ্রামগামী ‘পিংকি পরিবহন’-এর মাধ্যমে গাইবান্ধার উদ্দেশে রওনা দেন। পথে সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে ডিম খাওয়ানোর পর অচেতন করে ফেলে এবং পরে রংপুরে বাস থেকে নামিয়ে রেখে যায়।

এর আগে শুক্রবার দুপুরে আজিজার রহমানের মেয়ে আশা মনি খাতুন সাদুল্লাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাবা ঢাকায় পৌঁছে পরিবারের সঙ্গে কথা বলেছেন। এরপর শুক্রবার সকালে একটি ফোন আসে, যার মধ্যে বলা হয়, "আপনার বাবা আমাদের কাছে আছে।" কিন্তু বাবার সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি এবং কিছুক্ষণ পর ফোনটি বন্ধ হয়ে যায়।

ওসি আতাউর রহমান জানিয়েছেন, উদ্ধার করার পর আজিজার রহমানকে থানায় আনা হয়েছে এবং চিকিৎসা ও জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে