ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দিচ্ছে সরকার

২০২৬ জানুয়ারি ১৫ ২২:৫০:২১
সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদানের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার বিষয়ে জোরালো আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আল-আউয়াহ দেখা করতে এলে উপদেষ্টা এই প্রতিশ্রুতি দেন। মূলত সৌদি আরবের দীর্ঘদিনের অনুরোধের প্রেক্ষিতে মানবিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের খাতিরে এই পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া চলছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, গুরুত্বপূর্ণ এই বৈঠকে রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুর অগ্রগতির পাশাপাশি জনশক্তি রপ্তানি বৃদ্ধি, দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য এবং বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সৌদি রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, পাসপোর্ট দেওয়ার কাজে এরই মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর এবং সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন এই কাজে সমন্বয় করছে এবং প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে ঢাকা থেকে রিয়াদে একটি বিশেষ কারিগরি টিম পাঠানো হয়েছে।

তবে পাসপোর্টের আবেদন এবং এনরোলমেন্টের ক্ষেত্রে একটি ভিন্ন সমস্যার কথা তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, যান্ত্রিক ও প্রশাসনিক প্রস্তুতি থাকলেও আবেদনের তুলনায় অনেক ক্ষেত্রে আবেদনকারীদের সশরীরে উপস্থিতির হার কিছুটা কম। এই বিষয়টি ইতোমধ্যে সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রীকেও অবহিত করা হয়েছে। একই সময়ে উপদেষ্টা বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি নেওয়ার জন্য সৌদি রাষ্ট্রদূতের প্রতি বিশেষ অনুরোধ জানান।

বৈঠকের একপর্যায়ে সৌদি রাষ্ট্রদূত আগামী ৮-১৪ ফেব্রুয়ারি ২০২৬ রিয়াদে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড ডিফেন্স শো’ বা বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য সৌদি অভ্যন্তরীণ মন্ত্রীর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র উপদেষ্টার হাতে তুলে দেন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে ওই সময়ে তিনি নিজে উপস্থিত থাকতে পারছেন না। তবে ওই গুরুত্বপূর্ণ প্রদর্শনীতে বাংলাদেশের পক্ষ থেকে উচ্চপর্যায়ের উপযুক্ত প্রতিনিধি পাঠানোর পূর্ণ নিশ্চয়তা দিয়েছেন তিনি।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে