ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
Sharenews24

ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম রয়্যালস-দেখে নিন ফলাফল

২০২৬ জানুয়ারি ০২ ১৮:০৫:২৬
ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম রয়্যালস-দেখে নিন ফলাফল

স্পোর্টস ডেস্ক: চায়ের দেশে আজ লড়াই হওয়ার কথা ছিল সমানে সমান, কিন্তু মাঠের লড়াইয়ে তা রূপ নিল স্রেফ চট্টগ্রামের একতরফা দাপটে। বিপিএলের নবম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। কোনো উইকেট না হারিয়েই ৪৪ বল হাতে রেখে ১০ উইকেটের বিশাল জয় ছিনিয়ে নিয়েছে তারা। এই জয়ে চট্টগ্রাম যেমন পয়েন্ট টেবিলে আধিপত্য বাড়ালো, তেমনি ঢাকার টুর্নামেন্ট ভাগ্যকে ফেলে দিল বড় শঙ্কায়।

তাসের ঘরের মতো ভেঙে পড়ল ঢাকার ব্যাটিংটস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানানোই যেন চট্টগ্রামের জন্য শাপে বর হয়েছিল। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চট্টগ্রামের নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল বোলিংয়ের সামনে খেই হারিয়ে ফেলে ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রামের বোলারদের আগ্রাসনের মুখে ঢাকার কোনো ব্যাটারই ক্রিজে স্থির হতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে স্কোরবোর্ডে মাত্র ১২২ রান তুলতেই সবকটি উইকেট হারায় ঢাকা। অল্প রানের পুঁজি নিয়ে লড়াই করার স্বপ্ন দেখলেও সেটি তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

ওপেনারদের ঝড়ে লণ্ডভণ্ড ঢাকা১২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রামের দুই ওপেনার যে রুদ্রমূর্তি ধারণ করবেন, তা হয়তো ঢাকার বোলারদের কল্পনাতেও ছিল না। কোনো উইকেট তো দূরে থাক, চট্টগ্রামের ওপেনারদের ওপর বিন্দুমাত্র চাপ সৃষ্টি করতে পারেনি ঢাকা। মাঠের চারদিকে স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে মাত্র ১২.৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় চট্টগ্রাম। ৪৪ বল হাতে রেখেই এই রাজকীয় জয় নিশ্চিত হয় তাদের।

পয়েন্ট টেবিলের লড়াই ও দর্শকদের উন্মাদনাএই দাপুটে জয়ের পর পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও সুসংহত করল চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে, টানা হারের বৃত্তে বন্দি থাকা ঢাকা ক্যাপিটালসের জন্য নক-আউট পর্বের পথ এখন বেশ দুর্গম হয়ে গেল। সিলেটের গ্যালারিভর্তি দর্শক আজ চট্টগ্রামের এই বিধ্বংসী ক্রিকেট দারুণভাবে উপভোগ করেছে, যদিও ঢাকার সমর্থকদের জন্য দিনটি ছিল ভীষণ হতাশার।সরকার/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে