ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
Sharenews24

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

২০২৬ জানুয়ারি ০২ ১৭:১৩:১৮
মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর ইসলাম এই সিদ্ধান্ত জানান। হলফনামায় তথ্যের অমিল এবং নোটারি পাবলিকের কাগজে স্বাক্ষরের তারিখ নিয়ে অসঙ্গতি পাওয়ায় তাঁর প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। শুক্রবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে এই আদেশ দেওয়া হয়।

একই আসনে জাতীয় পার্টির মনোনীত সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্রটিও বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। জুলাই গণআন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় নাম থাকায় তাঁর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে বলে জেলা রিটার্নিং কর্মকর্তা পরামর্শ দিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বগুড়া-২ আসনে মোট সাতজন প্রার্থী তাঁদের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মাহমুদুর রহমান মান্না ও শরিফুল ইসলাম জিন্নাহ ছাড়াও বাতিলকৃতদের তালিকায় রয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার এবং স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু।

বাছাই প্রক্রিয়ার পর এই আসনে বর্তমানে বৈধ প্রার্থী হিসেবে টিকে রয়েছেন তিনজন। তাঁরা হলেন—বিএনপির মীর শাহে আলম, জামায়াতে ইসলামীর মাওলানা আবুল আজাদ মো. শাহাদাতুজ্জামান এবং ইসলামী আন্দোলনের মো. জামাল উদ্দীন। হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিলের খবরে শিবগঞ্জ নির্বাচনী এলাকায় এখন নতুন সমীকরণ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে