ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মেট্রো স্পিনিংয়ের আর্থিক প্রতিবেদন অনুমোদন

২০২৫ ডিসেম্বর ২৯ ১৯:০৫:৫৬
মেট্রো স্পিনিংয়ের আর্থিক প্রতিবেদন অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে মেট্রো স্পিনিং লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির আর্থিক প্রতিবেদনসহ সব গুরুত্বপূর্ণ এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন। সভায় পরিচালক পর্ষদের সদস্যরা ছাড়াও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার সরাসরি এবং অনলাইনে যুক্ত হন।

সভাকালে শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন। তিনি কোম্পানির বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে বিস্তারিত বক্তব্য দেন।

এ সময় শেয়ারহোল্ডাররা তাদের মতামত ও গঠনমূলক পরামর্শ উপস্থাপন করেন এবং কোম্পানির সার্বিক অগ্রগতি ও সাফল্য কামনা করেন। বিনিয়োগকারীদের এই সক্রিয় অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

সভা শেষে কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য পরিচালকবৃন্দ শেয়ারহোল্ডারদের অব্যাহত সমর্থন ও আস্থার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এজিএমে ২০২৪–২০২৫ অর্থবছরের পরিচালকমণ্ডলীর প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব বিবরণীসহ সভার সব এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদন ও গৃহীত হয়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে