ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

'এ' থেকে 'বি' ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি

২০২৫ ডিসেম্বর ২৯ ১৫:৪৬:৫৬
'এ' থেকে 'বি' ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ইজেনারেশন পিএলসি তাদের বর্তমান লেনদেন ক্যাটাগরি হারিয়েছে। কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে সরিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির এই ক্যাটাগরি পরিবর্তন আগামী ৩০ ডিসেম্বর, ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে। মূলত ডিভিডেন্ড প্রদানের হারের ওপর ভিত্তি করেই এই পরিবর্তন আনা হয়েছে। ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থ বছরের জন্য কোম্পানিটি মাত্র ২.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে, যা ‘এ’ ক্যাটাগরি বজায় রাখার জন্য পর্যাপ্ত নয়।

সাধারণত ঢাকা স্টক এক্সচেঞ্জের নিয়ম অনুযায়ী, যদি কোনো কোম্পানি ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ প্রদান করে, তবে সেটি ‘এ’ ক্যাটাগরিতে থাকে। লভ্যাংশের পরিমাণ ১০ শতাংশের কম কিন্তু ৫ শতাংশের বেশি হলে সাধারণত ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়। ইজেনারেশন পিএলসির ঘোষিত লভ্যাংশ তুলনামূলক কম হওয়ায় নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী এটি ক্যাটাগরি অবনমনের মুখে পড়ল।

বিনিয়োগকারীদের জন্য এই পরিবর্তনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ক্যাটাগরি পরিবর্তনের ফলে শেয়ারটির লেনদেনের ক্ষেত্রে মার্জিন ঋণের সুবিধা বা সেটেলমেন্টের সময়সীমায় প্রভাব পড়তে পারে। ক্যাটাগরি অবনমন হওয়ায় অনেক ক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ারটি নিয়ে সাময়িক সতর্ক অবস্থান দেখা দিতে পারে।

উল্লেখ্য, ইজেনারেশন পিএলসি তাদের সর্বশেষ বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিতে এই ২.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড চূড়ান্ত করেছে। এই ডিভিডেন্ড অনুমোদনের পর ডিএসই আজ আনুষ্ঠানিকভাবে ক্যাটাগরি পরিবর্তনের নোটিশটি জারি করল।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে