ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৩০ বনাম ১৭০! জামায়াত জোট নিয়ে এনসিপির ভেতরে পাল্টা অবস্থান

২০২৫ ডিসেম্বর ২৮ ১৫:৩৩:২৬
৩০ বনাম ১৭০! জামায়াত জোট নিয়ে এনসিপির ভেতরে পাল্টা অবস্থান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তের পক্ষে অবস্থান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন দলটির ১৭০ জন কেন্দ্রীয় নেতা।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নাহিদ ইসলামের কাছে পাঠানো ওই চিঠিতে জোটপন্থি নেতারা গুরুত্বপূর্ণ নীতিগত ও কৌশলগত বিষয়ে নিজেদের সম্মতির কথা উল্লেখ করেন।

এর আগে জামায়াতের সঙ্গে জোট গঠনে আপত্তি জানিয়ে দলের ৩০ জন নেতা একটি চিঠি দেওয়ায় এনসিপির অভ্যন্তরে মতবিরোধ প্রকাশ্যে আসে। এরই পরিপ্রেক্ষিতে পাল্টা অবস্থান হিসেবে জোটের পক্ষে থাকা নেতারা এই চিঠি দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চিঠিতে স্বাক্ষরকারীরা উল্লেখ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে সময়োপযোগী ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ জরুরি। তারা মনে করেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন, প্রাতিষ্ঠানিক সংস্কারকে টেকসই করা এবং একটি জনমুখী ও দায়বদ্ধ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনী সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল নেতারা চিঠিতে বলেন, দলীয় আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ কৌশলগত অবস্থানকে সমুন্নত রাখার স্বার্থেই তারা এই মতামত তুলে ধরেছেন।

নেতারা আরও স্পষ্ট করেন, নির্বাহী কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে আহ্বায়ক ও সদস্যসচিব যে কোনো রাজনৈতিক জোট বা নির্বাচনী সমঝোতা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করলে, সে বিষয়ে তাদের পূর্ণ সমর্থন ও আস্থা রয়েছে।

দলীয় সূত্র জানায়, জোটের পক্ষে সমর্থন জানানো নেতার সংখ্যা আরও বাড়তে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে