ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

লাভেলোর ১৬ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

২০২৫ ডিসেম্বর ২৯ ১৫:৩৩:২৪
লাভেলোর ১৬ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে সম্পন্ন করেছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয় কোম্পানির নিবন্ধিত কার্যালয় ও কারখানা প্রাঙ্গণে, যা ময়মনসিংহের ভালুকা উপজেলার বাঁশিল, কাটালী এলাকায় অবস্থিত।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান দাতিন শামীমা নাসরিন হক। সভার শুরুতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাতো’ ইঞ্জিনিয়ার মো. একরামুল হক বিগত বছরের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন এবং কোম্পানির গুরুত্বপূর্ণ অর্জন, আর্থিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন। তিনি আগামী দিনগুলোতেও কোম্পানির সাফল্য ও প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ারহোল্ডাররা সরাসরি ও ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সভায় অংশগ্রহণ করে তাদের মতামত প্রকাশ করেন। সভায় ২০২৪–২০২৫ অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদের প্রস্তাবিত মোট ১৬ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়। এর মধ্যে রয়েছে ১১ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।

এছাড়া এজিএমে কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০০ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাবসহ অন্যান্য এজেন্ডাগুলো শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন লাভ করে।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালক মহসিনা তাওফিকা একরাম, পরিচালক মহসিনা সারিকা একরাম, স্বতন্ত্র পরিচালক রুহুল আমিন এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার সাজেদ আহমেদ সামি, কোম্পানি সচিব মো. মহিউদ্দিন সরদার, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মুশতাক আহমদ এবং হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স মো. মাহফুজুর রহমান।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে