ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নির্বাচনী হিসাব বদলে দিল সমঝোতা—ঢাকা-১৩ এ জামায়াতের সরে দাঁড়ানো

২০২৫ ডিসেম্বর ২৯ ১৫:০৬:২৬
নির্বাচনী হিসাব বদলে দিল সমঝোতা—ঢাকা-১৩ এ জামায়াতের সরে দাঁড়ানো

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৩ সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে প্রার্থী হিসেবে চূড়ান্ত করায় তাকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। তিনি জামায়াতের পক্ষ থেকে এই আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন।

জামায়াতের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করায় ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হককে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন তার ফেসবুক পোস্টে লেখেন, “ঢাকা-১৩ সংসদীয় আসনে মাওলানা মামুনুল হকের জন্য আন্তরিক শুভকামনা।”

তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে দায়িত্ব পালনের পর আজ একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের অধ্যায় শেষ হলো। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ঢাকা-১৩ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “সম্মিলিত প্রচেষ্টার ফলে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লার পক্ষে জনগণের ইতিবাচক সাড়া ও সমর্থন তৈরি হয়েছে, যা সাম্প্রতিক জরিপেও প্রতিফলিত হয়েছে—আলহামদুলিল্লাহ।”

ঢাকা-১৩ আসনের জনগণের উদ্দেশে মোবারক হোসাইন বলেন, “এই আসনের সম্মানিত জনগণ এবং আমার সঙ্গে কাজ করা সব ভাই-বোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দায়িত্ব পালনের সময় কারও মনে কষ্ট দিয়ে থাকলে বিনীতভাবে ক্ষমাপ্রার্থনা করছি।”

তিনি বলেন, “আমরা সংগঠনের সিদ্ধান্তের প্রতি অবিচল থেকে ইনসাফ, ন্যায় ও মানবিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”

সবশেষে তিনি দোয়া করে বলেন, “মহান আল্লাহ তা’আলা আমাদের সব প্রচেষ্টা কবুল করুন। আমিন।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে