ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দীর্ঘ প্রতীক্ষার পর কানাডা ঘোষণা করল নাগরিকত্বের নতুন নিয়ম

২০২৫ ডিসেম্বর ২৯ ১২:০৩:২৭
দীর্ঘ প্রতীক্ষার পর কানাডা ঘোষণা করল নাগরিকত্বের নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক : কানাডিয়ান সরকার বিদেশে জন্ম নেওয়া বা দত্তক গ্রহণ করা সন্তানদের নাগরিকত্ব সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করেছে। রোববার (২৮ ডিসেম্বর) দেশটি জানিয়েছে, নাগরিকত্ব আইনকে আরও ন্যায্য, স্পষ্ট এবং আধুনিক পারিবারিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এই পরিবর্তন আনা হয়েছে।

কার্যকর হওয়া বিল সি-৩ (সিটিজেনশিপ অ্যাক্ট সংশোধন, ২০২৫) অনুযায়ী, ১৫ ডিসেম্বর ২০২৫-এর আগে জন্ম নেওয়া ব্যক্তিরা যারা পুরোনো নিয়ম বা প্রথম প্রজন্ম সীমার কারণে নাগরিকত্ব পাননি, তারা এখন কানাডীয় নাগরিক হিসেবে গণ্য হবেন এবং নাগরিকত্ব প্রমাণের জন্য আবেদন করতে পারবেন।

নতুন আইনে ভবিষ্যতের জন্যও একটি স্পষ্ট পথ নির্ধারণ করা হয়েছে। বিদেশে জন্ম নেওয়া বা দত্তক গ্রহণ করা কোনো কানাডীয় নাগরিকের সন্তানও নাগরিকত্ব পাবেন। তবে শর্ত হলো, সন্তানের জন্ম বা দত্তক গ্রহণের আগে অভিভাবককে অন্তত তিন বছর কানাডায় বসবাসের প্রমাণ রাখতে হবে।

সরকারি সূত্র জানায়, এই পরিবর্তন বিদেশে বসবাসরত কানাডীয় পরিবারগুলোর জন্য ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে এবং কানাডার সঙ্গে বাস্তব ও প্রমাণিত সম্পর্কের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের নীতিকে জোরদার করবে।

দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা অনেক মানুষের জন্য এটি স্বস্তির খবর হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন নিয়ম পরিবারকে কানাডীয় সমাজে স্বীকৃতি দেবে এবং নাগরিকত্বের মাধ্যমে অন্তর্ভুক্তির অনুভূতিকে আরও শক্তিশালী করবে।

নিয়ম অনুযায়ী, যারা কানাডা ছাড়াও অন্য দেশে চাকরি বা অন্য কোনো কারণে অবস্থান করছেন, তাদের সন্তান ভিন্ন দেশে জন্মগ্রহণ করলেও কানাডীয় নাগরিকত্ব পাবেন। বিস্তারিত তথ্য ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিএস)-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে