ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তারেক রহমানকে সম্মান জানিয়ে হিরো আলমের বড় চমক

২০২৫ ডিসেম্বর ২৭ ১৭:৫৮:০০
তারেক রহমানকে সম্মান জানিয়ে হিরো আলমের বড় চমক

নিজস্ব প্রতিবেদক : আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ঘোষণা করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্মান জানিয়ে বগুড়া-৬ সদর আসনে প্রার্থী হওয়া থেকে বিরত থাকবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে হিরো আলম লিখেছেন, “আমি এবারও বগুড়া-৪ আসনে ইনশাল্লাহ। জননেতা তারেক রহমান আমাদের বগুড়ার মানুষের ভরসার জায়গা। তার প্রতি সম্মান জানিয়ে বগুড়া-৬ সদর আসনে প্রার্থী হতে চাই না। সবাই এই সিদ্ধান্তকে সমর্থন করবেন।”

তিনি আরও উল্লেখ করেছেন, পূর্বে তিনি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে নির্বাচনে অংশ নিয়েছিলেন। “ক্ষমতাসীনরা ভোট চুরি করেছে, আমার ওপর হামলা হয়েছিল। তবে বগুড়া-৪-এর মানুষ আমাকে সংসদে পাঠানোর জন্য একজোট ছিল। এবারও এই আসন থেকে লড়াই করতে চাই। কিন্তু বগুড়া-৬ সদর আসনে একেবারেই না, এবং দয়া করে গুজব ছড়াবেন না যে আমি সেই আসনে নির্বাচন করছি।”

প্রসঙ্গত, ২০২৩ সালে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচনে হিরো আলম মহাজোটের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনের কাছে এক হাজারেরও কম ভোটে হেরে যান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে