ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ঝুঁকি নিয়ে মানবিকতার উদাহরণ: কাবায় যা করলেন রায়ান

২০২৫ ডিসেম্বর ২৭ ১৫:৪৮:৩৪
ঝুঁকি নিয়ে মানবিকতার উদাহরণ: কাবায় যা করলেন রায়ান

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফ সংলগ্ন মসজিদে এক ব্যক্তির জীবন রক্ষা করায় প্রশংসায় ভাসছেন নিরাপত্তারক্ষী রায়ান বিন সাঈদ বিন ইয়াহিয়া আল-আহমেদ। গত বৃহস্পতিবার ওই ব্যক্তি সংকটজনক পরিস্থিতিতে পড়লে দায়িত্ব পালনরত রায়ান তাৎক্ষণিকভাবে তাকে রক্ষা করার চেষ্টা করেন।

ঘটনার সময় নিচে অবস্থানরত রায়ান ব্যক্তিটিকে ধরতে এগিয়ে গেলে তিনি নিজেও আহত হন। পরে দুজনকেই দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনার পরদিন হাসপাতালে গিয়ে রায়ানকে দেখতে যান সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সউদ বিন নাঈফ। তিনি নিরাপত্তারক্ষীর উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার প্রশংসা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ব্যক্তিটিকে ধরে ফেলার চেষ্টা করতে গিয়ে রায়ান মাটিতে পড়ে যান। সংশ্লিষ্টরা বলছেন, তার দ্রুত প্রতিক্রিয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হাসপাতালে নেওয়ার পর ওই ব্যক্তির সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই ব্যক্তির পরিচয় বা নাগরিকত্ব সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করেনি।

কাবা শরীফ ইসলামের সর্বাধিক পবিত্র স্থান হওয়ায় সেখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়। বিশেষায়িত নিরাপত্তা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে থাকেন। অতীতেও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় এ ধরনের সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে