ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সীমান্তে বিএসএফ জওয়ান গু-লিবিদ্ধ

২০২৫ ডিসেম্বর ২৩ ১৯:১৬:০৮
সীমান্তে বিএসএফ জওয়ান গু-লিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় মঙ্গলবার ভারত–বাংলাদেশ সীমান্তে দায়িত্বে থাকা বিএসএফের একজন জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন।

ঘটনার সময় ৯৭ নম্বর ব্যাটালিয়নের ৩৫ বছর বয়সী জওয়ান বিপিন কুমার সীমান্ত রক্ষার দায়িত্বে ছিলেন। প্রাথমিকভাবে গুরুতর আহত অবস্থায় তাকে ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।

ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জী জানান, জওয়ানের শরীরে দুইটি আগ্নেয়াস্ত্রের ক্ষত আছে। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা মোটামুটি স্থিতিশীল হলেও ক্রিটিক্যাল হিসেবে ধরা হচ্ছে।

বর্তমানে জিবি হাসপাতালে জওয়ানের চিকিৎসা চলছে। বিএসএফের স্থানীয় ও দিল্লি সদর দফতর থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে, বিএসএফকে লক্ষ্য করে কোথা থেকে গুলি ছোড়া হয়েছে তা নির্ধারণে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে