ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশ ইস্যুতে এবার কলকাতা ও মুম্বাইয়ে বিক্ষোভ

২০২৫ ডিসেম্বর ২৩ ১৯:২৬:৪১
বাংলাদেশ ইস্যুতে এবার কলকাতা ও মুম্বাইয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ভারতের রাজধানী নয়াদিল্লির পর কলকাতা ও মুম্বাইয়েও বিক্ষোভে নেমেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। সোমবার দুপুরে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বিক্ষোভ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশের স্থাপন করা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করলে কয়েকজন বিক্ষোভকারী আহত হন।

ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদসহ একাধিক দাবিতে কলকাতায় এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। কর্মসূচিকে ঘিরে আগে থেকেই উপহাইকমিশন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। তিন স্তরের ব্যারিকেড বসানো হলেও বিক্ষোভকারীরা একে একে তিনটি ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হয়।

তৃতীয় ব্যারিকেড ভাঙার পর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিপেটা করলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন আহত হন এবং পরিস্থিতি অশান্ত করার অভিযোগে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের প্রিজন ভ্যানে তোলার সময় কিছু বিক্ষোভকারী রাস্তায় শুয়ে পড়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন।

এর আগে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সেখানে বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশের ব্যারিকেড ভেঙে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, একই দিনে মুম্বাইয়ে বাংলাদেশ উপহাইকমিশনের সামনেও ভিএইচপির উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে সংগঠনটির কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে।

পরপর তিন শহরে এমন বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় কূটনৈতিক এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারতীয় কর্তৃপক্ষ।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে