ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পুঞ্জীভূত লোকসানে মূলধন হারানোর পথে সেন্ট্রাল ফার্মা

২০২৫ ডিসেম্বর ২৬ ২১:৪৬:১৬
পুঞ্জীভূত লোকসানে মূলধন হারানোর পথে সেন্ট্রাল ফার্মা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০২৫ সালের জুন মাসে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে কোম্পানিটির সক্ষমতা নিয়ে অডিটর ‘অ্যাডভার্স ওপিনিয়ন’ বা প্রতিকূল মতামত দিয়েছেন। বছরের পর বছর লোকসান, বকেয়া দায় বৃদ্ধি এবং নগদ অর্থের তীব্র সংকটের কারণে কোম্পানিটি আদৌ ব্যবসা চালিয়ে যেতে পারবে কি না, তা নিয়ে গুরুতর সংশয় প্রকাশ করা হয়েছে।

নিরীক্ষা প্রতিষ্ঠান আশরাফ উদ্দিন অ্যান্ড কোং-এর পার্টনার মোহাম্মদ শিব্বির হোসেন জানান, সেন্ট্রাল ফার্মার পুঞ্জীভূত লোকসান এখন পরিশোধিত মূলধনের কাছাকাছি পৌঁছে গেছে। এর অর্থ হলো, সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থের সিংহভাগই লোকসানের কারণে ক্ষয়ে গেছে। যদিও কোম্পানি দাবি করেছে তাদের পর্যাপ্ত সম্পদ রয়েছে, কিন্তু অডিটর বলছেন, দৈনন্দিন দায় মেটানোর মতো নগদ অর্থ কোম্পানিটি মূল ব্যবসা থেকে তৈরি করতে ব্যর্থ হচ্ছে।

অডিট রিপোর্টে উঠে আসা প্রধান ঝুঁকিগুলো:

• ব্যাংক ঋণ ও কর বকেয়া: কোম্পানিটি দীর্ঘদিন ধরে ব্যাংক ঋণ পরিশোধ করছে না এবং এনবিআর-এর বড় অংকের কর দাবি বকেয়া রয়েছে।

• উৎপাদন সক্ষমতার অপচয়: উৎপাদন ব্যয়ের তুলনায় বিক্রয় আয় কম। উচ্চ স্থায়ী খরচ এবং উৎপাদন ক্ষমতার সঠিক ব্যবহার না হওয়ায় লোকসান বাড়ছে।

• লাইসেন্স ও আইনি ঝুঁকি: ওষুধ তৈরির লাইসেন্স নবায়ন করা হয়নি। এছাড়া ডিএসই লিস্টিং ফি এবং সিডিবিএল ফি বকেয়া থাকায় কোম্পানিটি ডি-লিস্টিং বা লেনদেন স্থগিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

• ভুল তথ্য: আর্থিক প্রতিবেদনে এসব ঝুঁকি যথাযথভাবে প্রকাশ না করায় অডিটর একে ‘অ্যাডভার্স ওপিনিয়ন’ হিসেবে চিহ্নিত করেছেন, যা অডিট রিপোর্টের সবচেয়ে নেতিবাচক ধাপ।

তবে কোম্পানির সচিব মো. তাজুল ইসলাম অডিটরের এই পর্যবেক্ষণ নিয়ে গণমাধ্যমে ভিন্ন মত পোষণ করেছেন। তিনি দাবি করেন, কোম্পানির উৎপাদন সচল রয়েছে এবং তারা এটি চালু রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী। লাইসেন্স নবায়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে এবং এনবিআর-এর বকেয়া নিয়ে কাজ চলছে। নেতিবাচক ইপিএস এবং লোকসান থাকলেও কোম্পানিটি বন্ধ হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে