ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাবার কবরের পাশে একান্তে কিছুক্ষণ; আবেগে ভাসলেন তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ২৬ ২০:৩১:৫১
বাবার কবরের পাশে একান্তে কিছুক্ষণ; আবেগে ভাসলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে তিনি রাজধানীর জিয়া উদ্যানে পৌঁছান এবং প্রয়াত পিতার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেখানে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

মোনাজাতের এক পর্যায়ে তারেক রহমানকে কিছুটা আবেগাপ্লুত হতে দেখা যায়। দলীয় নেতাকর্মীদের সঙ্গে প্রার্থনা শেষ করার পরও তিনি বেশ কিছুক্ষণ বাবার কবরের পাশে একাকী নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তাঁর চোখে পানি দেখা যায় এবং তিনি টিস্যু দিয়ে চোখ মুছেন। পরে আবারও হাত তুলে মোনাজাত করতে দেখা যায় তাঁকে, যা সেখানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যেও এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করে।

এর আগে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে সপরিবারে ঢাকা অবতরণ করেন তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দর থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও কড়া প্রটোকলে বুলেটপ্রুফ বাসে করে তিনি পূর্বাচলের সংবর্ধনা মঞ্চে পৌঁছান। বিমানবন্দর থেকে ৩০০ ফিট এলাকা পর্যন্ত রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া লাখো নেতাকর্মী ও সমর্থকের ভিড়ে পুরো এলাকা এক বিশাল লোকারণ্যে পরিণত হয়েছিল।

তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ‘রাজকীয়’ বলে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষ তাঁকে সাদরে গ্রহণ করে নিয়েছে এবং তাঁর নেতৃত্বেই বাংলাদেশ একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। অন্যদিকে, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আশা প্রকাশ করেছেন যে, তারেক রহমানের আগমনে নির্বাচনকেন্দ্রিক জটিলতাসহ দেশের রাজনৈতিক অঙ্গনের সব ধোঁয়াশা দ্রুতই কেটে যাবে।

জিয়া উদ্যানে তারেক রহমানের আগমনের খবরে দুপুর থেকেই সমাধিসৌধ এলাকায় ভিড় জমিয়েছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ অসংখ্য সাধারণ সমর্থক। শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে এলাকা ত্যাগ করেন। তাঁর এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাজনৈতিকভাবে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে