ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দেশজুড়ে হাড়কাঁপানো শীত, কারণ জানালেন আবহাওয়াবিদরা

২০২৫ ডিসেম্বর ২৬ ১৭:০২:৪৭
দেশজুড়ে হাড়কাঁপানো শীত, কারণ জানালেন আবহাওয়াবিদরা

নিজস্ব প্রতিবেদক: প্রকৃতির অমোঘ নিয়মে পৌষের শেষ লগ্নেই যেন জেঁকে বসেছে মাঘের হাড়কাঁপানো শীত। শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশজুড়ে শীতের তীব্রতা চরমে পৌঁছেছে, যেখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে। ঘন কুয়াশার মায়াজালে ঢাকা পড়েছে নীল দিগন্ত, আর হিমেল হাওয়ার ধারালো পরশে থমকে গেছে জনপদের চঞ্চলতা। সূর্যোদয় হলেও তাতে কোনো উত্তাপ নেই, চারদিকে কেবল কনকনে ঠান্ডার রাজত্ব।

বিশেষ করে উত্তরের জেলা দিনাজপুরের শ্রমজীবী মানুষেরা প্রকৃতির এই রুদ্র শীতলতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। জীবিকার তাগিদে হাড়কাঁপানো শীত আর কুয়াশার সমুদ্র পাড়ি দিয়ে অনেকে কাজে বের হলেও, বড় একটি অংশকে খড়কুটো জ্বালিয়ে আগুনের উষ্ণতায় শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। মাঠ-ঘাট ছাপিয়ে আসা এই তীব্র ঠান্ডা জনজীবনকে প্রায় স্থবির করে দিয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসাই এই তীব্র শীতের প্রধান কারণ। সাধারণত এই পার্থক্য ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শীত বেশি অনুভূত হয়, আর ৫ ডিগ্রির নিচে নামলে তা হাড়কাঁপানো রূপ নেয়। বর্তমানে রংপুর, দিনাজপুর ও তেঁতুলিয়ায় এই পার্থক্য ১০ ডিগ্রির নিচে থাকায় সেখানে পরিস্থিতি ভয়াবহ। এমনকি ঢাকা, বগুড়া ও সিলেটেও এই তাপমাত্রার ব্যবধান ১৩ ডিগ্রির নিচে নেমে এসেছে।

ইতোমধ্যেই পঞ্চগড়, দিনাজপুর ও চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় সেখানে মৃদু শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও আজ রাত থেকে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে আবহাওয়া অফিস সতর্ক করেছে যে আগামী ২৯ ডিসেম্বর থেকে আবারও নতুন উদ্যমে শীতের দাপট শুরু হবে। ওই সময় দুই থেকে তিন দিন তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

প্রকৃতির এই বৈরি আচরণের প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থাতেও। ঘন কুয়াশার কারণে নৌপথ ও সড়কপথে যান চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে, দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চালাতে হচ্ছে চালকদের। হিমেল হাওয়ায় জবুথবু বৃদ্ধ ও শিশুরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, সামনের দিনগুলোতে প্রকৃতির এই শীতল লড়াই সাধারণ মানুষের জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে