ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ছাত্রশিবিরের নতুন সভাপতি কে এই নুরুল ইসলাম সাদ্দাম

২০২৫ ডিসেম্বর ২৬ ১৬:৫৫:৪৯
ছাত্রশিবিরের নতুন সভাপতি কে এই নুরুল ইসলাম সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আড়ম্বরপূর্ণ এক সদস্য সম্মেলনের মাধ্যমে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। সংগঠনের ২০২৬ মেয়াদের নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৬ হাজারেরও বেশি সদস্য অংশগ্রহণ করেন।

নতুন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এর আগে ২০২৫ সেশনে সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দক্ষ সংগঠক হিসেবে পরিচিত সাদ্দাম ইতিপূর্বে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, সাহিত্য সম্পাদক, প্লানিং অ্যান্ড ডেভলপমেন্ট সম্পাদক এবং শিক্ষা সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। এছাড়া তিনি ছাত্রশিবিরের খুলনা মহানগর সভাপতির দায়িত্বও অত্যন্ত সফলতার সাথে পালন করেছেন।

শিক্ষাজীবনে নুরুল ইসলাম সাদ্দাম অত্যন্ত মেধাবী। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেছেন। তাঁর এই দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও শিক্ষা পটভূমি আগামী সেশনে ছাত্রশিবিরের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিন সকাল থেকেই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ‘কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫’ শুরু হয়। দিনভর সাংগঠনিক আলোচনা ও সদস্যদের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন এই কেন্দ্রীয় সভাপতি নির্বাচন সম্পন্ন হয়। সম্মেলনের শেষ পর্যায়ে নুরুল ইসলাম সাদ্দামকে ২০২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে ঘোষণা করা হলে উপস্থিত সদস্যরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানান।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে