ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তারেক রহমানকে যেভাবে দেখছে ভারত

২০২৫ ডিসেম্বর ২৫ ১৮:০৬:৫৭
তারেক রহমানকে যেভাবে দেখছে ভারত

নিজস্ব প্রতিবেদক : প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার এই দেশে ফেরা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছে ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলো।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি (NDTV) এক প্রতিবেদনে উল্লেখ করেছে, দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। প্রতিবেদনে বলা হয়, তার আগমনকে ঘিরে রাজধানীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং বিএনপির হাজারো নেতাকর্মী তাকে স্বাগত জানাতে রাস্তায় নেমে আসে।

এনডিটিভি আরও জানায়, ৬০ বছর বয়সী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী পদে একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

ভারতের আরেক প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বৃহস্পতিবার দেশে ফিরেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৮ সালে তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং দীর্ঘ নির্বাসনের পর তার এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ।

পত্রিকাটি আরও জানায়, ২০২৪ সালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বিএনপি নতুন করে রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছে এবং তারেক রহমানের দেশে ফেরা সেই প্রক্রিয়াকে আরও জোরদার করতে পারে।

এদিকে দ্য হিন্দু–র প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় ফেরাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এমন এক সময়ে তিনি দেশে ফিরেছেন, যখন বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যমগুলো আরও উল্লেখ করেছে, সাম্প্রতিক সময়ে তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

সব মিলিয়ে ভারতের সংবাদমাধ্যমগুলো তারেক রহমানের দেশে ফেরাকে কেবল ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, বরং বাংলাদেশের রাজনীতির সম্ভাব্য নতুন মোড় হিসেবে তুলে ধরেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে