ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নিরাপত্তার অজুহাতে গ্রিনল্যান্ড দখল করতে চায় যুক্তরাষ্ট্র

২০২৫ ডিসেম্বর ২৩ ১০:৫০:১৯
নিরাপত্তার অজুহাতে গ্রিনল্যান্ড দখল করতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য দাবি করে দ্বীপটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকতেই হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ডে বিশেষ দূত নিয়োগের পর এমন বক্তব্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় ও ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই দ্বীপে বিশেষ দূত হিসেবে লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসির এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড আমাদের জাতীয় নিরাপত্তার জন্য দরকার, খনিজ সম্পদের জন্য নয়।

বিশ্লেষকদের মতে, বিশেষ দূত নিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র কার্যত গ্রিনল্যান্ডকে ডেনমার্ক থেকে আলাদা করে দেখছে। কারণ বিশেষ দূতদের নিয়োগে স্বাগতিক দেশের অনুমোদন লাগে না।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক। কোপেনহেগেন জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করবে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীও বলেন, দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র গ্রিনল্যান্ডবাসীর।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জেফ ল্যান্ড্রি বলেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার লক্ষ্যে কাজ করার সুযোগ পেয়ে তিনি সম্মানিত।

উল্লেখ্য, ট্রাম্প প্রথম মেয়াদেও গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন, যা ডেনমার্ক ও গ্রিনল্যান্ড প্রত্যাখ্যান করেছিল। আর্কটিক অঞ্চলে কৌশলগত প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে নতুন করে এই বিতর্ক সামনে এসেছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে